ছাত্রদল নেতা স্বপনের মুক্তির দাবী দক্ষিণ সুনামগঞ্জে বিক্ষোভ

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৭

ছাত্রদল নেতা স্বপনের মুক্তির দাবী দক্ষিণ সুনামগঞ্জে বিক্ষোভ

সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক এবং জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেট’র সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন’র নিঃশর্ত মুক্তির দাবিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার (১৮ জানুয়রায়ী) বিক্ষোভ মিছিল দক্ষিণ সুনামগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম’র সভাপতিত্বে ও ছাত্রদল নেতা তালুকদার মইনুল হাসানের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সভা বক্তব্য রাখেন দিরাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক টি এম ফখরুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহিন আহমদ, সাধারন সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, ছাত্রনেতা লিটন আহমদ, হুমায়ুন আহমদ, মানসুর আহমদ, নাসির আহমদ, হারুনুর রশিদ, এ এইচ মিলন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এই অবৈধ সরকার ছাত্রদলের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন সংগ্রাম থেকে দূরে রেখে ক্ষমতায় ঠিকে থাকার পায়তারা করছে, জনপ্রিয় ছাত্রনেতা এমদাদুল হক স্বপন অবিলম্বে মুক্তি দাবী করেন, অন্যতায় ছাত্রদল ঘরে বসে থাকবে না যে কোন ধরনের কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল