ছাত্রদল’র পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ২ সভাপতির বক্তব্য

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬

ছাত্রদল’র পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ২ সভাপতির বক্তব্য

jcd--01সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে যা বলেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ ও জেলা সভাপতি সাঈদ আহমদ।
নুরুল আমি সিদ্দিকী খালেদ মুঠোফোনে জানান, কমিটি অনুমোদিত হয়েছে শুনেছি তবে কেন্দ্র থেকে এখন কিছু যানানো হয়নি। কমিটি পূর্ণাঙ্গ হলে কেন্দ্র থেকে প্রেস বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে জানানো হবে। যারা এধরনের সংবাদ পরিবেশন করছেন তা সম্পন্ন মিথ্যা।
আর সাঈদ আহমদের ফেইসবুক পোষ্টটি হুবহুব তুলে ধরা হলো: ফেসবুকে ও বিভিন্ন অনলাইন মিডিয়ায় সিলেট মহানগর ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি গঠন হয়েছে বলে কমিটির লিস্টের যে ফটোকপি প্রকাশ করা হয়েছে সেটা সম্পর্কে সিলেট জেলা ছাত্রদলের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই, যা সম্পূর্ণ মিথ্যা ও ভূয়া। কেন্দ্র থেকেও সিলেট মহানগর ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি প্রকাশ সম্পর্কে আমাকে কিছুই অবহিত করা হয়নি, এমনকি এ সম্পর্কে কেন্দ্র থেকে কোন বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি। দায়িত্বশীল নেতৃবৃন্দকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল