৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৬
১০ সেপ্টেম্বর ২০১৬ , শনিবার: কোনো ধরনের স্বাক্ষর ছাড়া একটি ভুয়া ই-মেইল থেকে গোপন সূত্রে পাওয়া সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক তালিকা। যা সম্পুন্ন ভুল এবং তুণমূল ছাত্রদলকে হয়রাণী করতে একটি ষড়যন্ত্র। এই ধরনের হয়রাণীর জন্য তৃণমূল ছাত্রদল দাবী করে দায়ী কেন্দ্রীয় ছাত্রদল ও সিলেট জেলা এবং মহানগর ছাত্রদলের সভাপতি -সাধারণ সম্পাদক। ৩দিন পূর্বে কমিটি স্বাক্ষরিত হওয়ার পরও কার স্বার্থ হাসিলে কমিটি কপি নিয়ে বসে আছেন। কেন কোন প্রেস বিজ্ঝপ্তি করা হচ্ছে না। এর দায়বার কেন্দ্রীয় ছাত্রদল ও সিলেট ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের নিতে হবে। নিজের পকেটে অনুমোদিত কপি নিয়ে কেন হয়রানী করছেন তা নিয়ে নানা প্রশ্ন। এই নিয়ে আমরা মাত্র কয়েকটি ফেইসবুক পোষ্ট তুলে ধরলাম।
ছাত্রনেতা দিদার লস্কর ফেইসবুক পোষ্ট:
কয়েকটি অনলাইন পত্রিকায় গোপন সূত্রে পাওয়া সিলেট জেলা ছাত্রদলের কমিটি শীর্ষক অনুমান নির্ভর সংবাদে সিনিয়রিটি-জুনিয়রিটি তোয়াক্কা না করে বির্তকিত নামের সমাহারে বিভ্রান্ত মূলক সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেই বিভ্রান্তির বহরে আমার নাম প্রকাশিত হয়েছে যা আমাকে হতবাক বিস্মিত করেছে| বিএনপির দ্বায়িত্বশীল পদে দ্বায়িত্ব পালন করার পরও ছাত্রদলের একটি বির্তকিত কমিটিতে হাস্যকর ভাবে আমার নাম জড়ানো সম্পূর্ণ ভাবে বানোয়াট এবং আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দ্যেশ্যে একটি অসভ্য নোংরামি|এ ছাড়াও তথাকথিত কমিটিতে রাজনৈতিক শিষ্টাচারের কোন তোয়াক্কা না করে অনেক জুনিয়রকে সিনিয়রের উপরে পদায়ন করা হয়েছে এতে করে এটি যে একটি উদ্দ্যেশ্য মূলক নোংরামি তা সহজেই প্রমানিত হয়| সর্বোপরি এই ঘৃণ্য অপসংস্কৃতির তীব্র নিন্দা জানাচ্ছি|যেহেতু আমি নিজে ছাত্রদলের রাজনীতি থেকে বিদায় নিয়ে মূল সংগঠনের(বিএনপি) সাথে সম্পৃক্ত হয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি বিদায় ছাত্রদলের কমিটিতে আমার নাম দিয়ে বিভ্রান্তি মূলক সংবাদ প্রকাশ না করার অনুরোধ করছি| অশিক্ষিত কিংবা কুশিক্ষিত বেয়াদব দালাল যারা এ সব বিষয়ে হীন উদ্দ্যেশে নোংরামি খেলা শুরু করেছেন আমি তাদের কে সর্তকতার সহিত নোংরামি বন্ধ করার অনুরোধ করছি| ছাত্ররাজনীতির ঐতিহ্যবাহী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সাবেক কর্মী হিসেবে ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনকে নিয়ে এহেন ধ্বংসের ছেলেখেলা দেখা নিজের কাছে খুবই বেদনাদায়ক এবং হতাশার জন্ম দিচ্ছে|
ছাত্রদলের রাজনীতিতে যেহেতু আমি জড়িত নয় সেহেতু সবাইকে এ ধরনের দ্বায়িত্ব জ্ঞানহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি|
ছাত্রনেতা আশরাফুল ইসলাম রুবেলের ফেইসবুক পোষ্ট:
“চলিতেছে সার্কাস”। আবার ও যদি করেন ভুল,দিতে হবে এবার কড়া মাসুল।এবার শুধু মাইর হবে,আওয়াজ হবে না,।ধরব সিলেট, মারব চট্টগ্রাম, লাশ পড়ব কুড়িগ্রাম।
ছাত্রনেতা মাহবুবুর রহমান সৌরভের ফেইসবুক পোষ্ট:
সিলেটের ছাত্রদলের সকল পর্যায়ের সহযোদ্ধা ভাইদের প্রতি অনুরোধ.. সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্নাঙ্গ কিংবা নতুন কোন কমিটি সংক্রান্ত কোন লিষ্ট কিংবা সংবাদ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদক কর্তৃক সাক্ষরিত এবং সর্বপ্রথম কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক কর্তৃক প্রকাশিত না হলে সেটা মোটেও বিশ্বাস করবেন না, সেগুলো পুরোপুরি ভুয়া খবর হিসেবেই ধরে নেবেন।
এবং সিলেটের অনলাইনের পত্রিকার সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ কোন নেতা কর্তৃক পাঠানো সিলেট জেলা এবং মহানগর ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটির কোন লিষ্ট দয়াকরে আপনারা প্রচার করবেন না…
কারন যদি ছাত্রদলের কমিটির পূর্নাঙ্গ হয় কিংবা নতুন করে কমিটি হয় তবে সর্বপ্রথম কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক সরাসরি আপনাদেরকে ই-মেইল করে জানাবেন।
মনে রাখবেন, আপনাদের পত্রিকায় প্রকাশিত একটি ভুল নিউজের কারনে অনেক বড় ভুলবোঝাবুঝি তৈরি হতে পারে। এমনকি মূহূর্তেই সেটা ছাত্রদলে হানাহানির পর্যায়ে চলে যেতে পারে, তাই দয়াকরে কোন নিউজ প্রচারের পূর্বে পুরোপুরি নিশ্চিত হয়ে নিন।
ছাত্রনেতা আফজল হোসেনের ফেইসবুক পোষ্ট:
সিলেটের ছাত্রদলের সকল পর্যায়ের সহযোদ্ধা ভাইদের প্রতি অনুরোধ.. সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্নাঙ্গ কিংবা নতুন কোন কমিটি সংক্রান্ত কোন লিষ্ট কিংবা সংবাদ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদক কর্তৃক সাক্ষরিত এবং সর্বপ্রথম কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক কর্তৃক প্রকাশিত না হলে সেটা মোটেও বিশ্বাস করবেন না, সেগুলো পুরোপুরি ভুয়া খবর হিসেবেই ধরে নেবেন।
এবং সিলেটের অনলাইনের পত্রিকার সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ কোন নেতা কর্তৃক পাঠানো সিলেট জেলা এবং মহানগর ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটির কোন লিষ্ট দয়াকরে আপনারা প্রচার করবেন না…
কারন যদি ছাত্রদলের কমিটির পূর্নাঙ্গ হয় কিংবা নতুন করে কমিটি হয় তবে সর্বপ্রথম কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক সরাসরি আপনাদেরকে ই-মেইল করে জানাবেন।
মনে রাখবেন, আপনাদের পত্রিকায় প্রকাশিত একটি ভুল নিউজের কারনে অনেক বড় ভুলবোঝাবুঝি তৈরি হতে পারে। এমনকি মূহূর্তেই সেটা ছাত্রদলে হানাহানির পর্যায়ে চলে যেতে পারে, তাই দয়াকরে কোন নিউজ প্রচারের পূর্বে পুরোপুরি নিশ্চিত হয়ে নিন।
ছাত্রনেতা মোক্তার আহমদ মোক্তারের ফেইসবুক পোষ্টে:
ভূয়া নিউজ ২৪.কম, এই থেকে সাংবাদিক এবং যারা ভূল তথ্য দিয়ে নিউজ করতেছেন দয়া করে সাবধান, এতে কখন কি হবে আল্লাহ্ জানেন,
বিষয় : সিলেট ছাত্রদল জেলা ও মহানগর কমেটি
ছাত্রদনেতা গিলমান চৌধুরীর ফেইসবুক পোষ্ট:
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ব্যপক বিনোদন দিচ্ছে, নিউজ পোর্টালগুলো পারেও বটে; কখনো আংশিক, কখনো গোপন সূত্রে ! 😆
😆
ছাত্রনেতা মুকিত তুহিনের ফেইসবুক পোষ্ট:
সিলেট ছাত্রদলের কমিটি যদি পূণর্াঙ্গা হয়ে থাকে,তাহলে কেন প্রকাশ করা হচ্ছে না|ছাত্রদল কি হিজবু তারবী যে মাটির নিচের গতর্ থেকে আংশিক আংশিক করে প্রকাশ করবে|
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D