ভিপি মাহবুবের বাসায় তল্লাশী: যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নিন্দা

প্রকাশিত: ৬:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

ভিপি মাহবুবের বাসায় তল্লাশী: যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নিন্দা

13924951_995818767207136_5850759915340625936_nছাত্রদল কেন্দ্রীয় সংসদ-এর সিলেট বিভাগীয় সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরীর বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর তল্লাশী, পরিবারের সদস্যদের হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। নিরীহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাসাবাড়ীতে তল্লাশীর নামে হয়রানী বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। শুক্রবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন, সাধারন সম্পাদক আবুল হোসেন ও যুগ্ম সাধারন সম্পাদক জাহেদ আহমদ তালুকদার বলেন- অবৈধ আওয়ামী সরকারের ছত্রছায়ায় দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাচ্ছে। জঙ্গি দমনে সরকারের ব্যার্থতা আড়াল করতেই বিএনপি নেতাকর্মীদের বাসা বাড়ীতে তল্লাশীর নামে হয়রানী চালানো হচ্ছে। জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ঘন্টাব্যাপী তল্লাশী চালায়, এসময় আসবাবপত্র তছনছ করে পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যাবহার করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এই ধরনের ন্যাক্কারজনক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে যৌথ বাহিনীর তল্লাশীর নামে নিরীহ নেতাকর্মীদের হয়রানী বন্ধ করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল