ছাত্রদলের সম্পাদক, ১ম সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও সুয়েবের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৬

ছাত্রদলের সম্পাদক, ১ম সহ-সভাপতি, যুগ্ম  সম্পাদক ও সুয়েবের ঈদ শুভেচ্ছা

jcd-suyeb১১ সেপ্টেম্বর ২০১৬, রবিবার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসী সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ লোকমান, সিলেট জেলা ছাত্রদলের ১ম সহ-সভাপতি ও জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম’ সিলেটের সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফোরামের সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন ও জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম’ সিলেটের সিনিয়ল সহ-সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদল নেতা সুয়েব আহমদ।
এক শুভেচ্ছা বাণীতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ঈদুল আযাহা অর্থ হচ্ছে আত্মত্যাগের উৎসব। ঈদুল আযহা মুসলমানদের ত্যাগের শিক্ষায় উজ্জীবিত করে। ঈদুল আযহার ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এই শিক্ষা সকলের অনুসরণের মাধ্যমে আমাদের সমাজে অনাবিল সুখ শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কল্যানময় সমাজ প্রতিষ্ঠায় সকলকে আত্মত্যাগের এই শিক্ষা অনুসরনের আহবান জানান তিনি। ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আযহা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সকল সংকীর্নতাকে পরিহার করে মানবকল্যাণে সকলকে আত্মনিয়োগ করার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল