ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

jcdবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে ২ দিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্রদল।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানান, আগামী ২৬ জুলাই মঙ্গলবার ঢাকার সকল ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামী ২৭ জুলাই বুধবার দেশের সব জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান আগামী ২৬ জুলাই মঙ্গলবার ঢাকার সব ইউনিটকে এবং আগামী ২৭ শে জুলাই বুধবার দেশের সব জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠান ইউনিটকে যথাযথভাবে উক্ত কর্মসূচি পালন করার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল