ছাত্রদল নেতা আফছর আটক

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৬

ছাত্রদল নেতা আফছর আটক

13532964_891225451005540_6199018209958958747_n copyনগরীতে ছাত্রদল নেতা ও ৮নং ওয়ার্ডের সাবেক ছাত্রদলের সভাপতি আফছর খানকে গ্রেফতার করেছে জালালাবাদ থানার পুলিশ। রবিবার রাত ৯টায় পাঠানটুলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এব্যপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আফছর খানের উপর একাধিক মামলা রয়েছে এবং সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের গাড়িতে হামলার ঘটনার মামলা রয়েছে। আর এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল