ছাত্রদল নেতা জাহেদ তালুকদারের পিতা হ্উাজিং এস্টেটের প্রবীণ মুরুব্বি সফিক উদ্দিন ছুরিকাহত

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মে ১১, ২০১৬

ছাত্রদল নেতা জাহেদ তালুকদারের পিতা হ্উাজিং এস্টেটের প্রবীণ মুরুব্বি সফিক উদ্দিন ছুরিকাহত

jahead talukdarহ্উাজিং এস্টেটের বিশিষ্ট সমাজসেবী ও প্রবীণ মুরুব্বি,সাবেক ছাত্রদল নেতা জাহেদ তালুকদারের পিতা, সাবেক ইউপি চেয়ারম্যান সফিক উদ্দিনকে দৃর্বত্তরা ছুরিকাঘাত করেছে। আজ বুধবার রাত পৌনে ১১টার তাকে হাউজিং এস্টেটের প্রবেশপথে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বসা অবস্থায় তাকে দূবৃত্তরা ছুরিকাঘাত করে।
ঘটনার সময় তার কাছে অবস্থানকারী আবদুল বারী জানান, তিনি সহ কয়েকজন মুরুব্বি দোকানের বারান্দায় বসে আলাপ করছিলেন। এসময় তিনটি মোটর সাইকেল ও একটি সিএনজিসহ কয়েকজন যুবক উপস্থিত হয়। তারা সরাসরি সফিক উদ্দিনের কাছে গিয়ে তাকে ছুরিকাঘাত করে দ্রæত পালিয়ে যায়।
আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তার উরু ও পিঠের কয়েক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল