ছাত্রনেতা এনামুল কারাগারে! ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৬

ছাত্রনেতা এনামুল কারাগারে! ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ

jcd--dinarবুধবার (২৭ জুলাই ২০১৬ইং): সিলেট মহানগর ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা এনামুল হক কে বিগত আন্দোলনের একটি মিথ্যা মামলায় আতœসম্প’ন করতে গেলে সিলেট মহানগর দায়ারা জজ জামিন আবেদন নাকচ করে দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। এসময় সিলেট জেলা ও মহানগর ছাত্রদল আদালত চত্বরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত দলোয়ার হোসেন দিনার (হাজী দিনার), আশরাফ উদ্দিন রুবেল, জাবেদ আহমদ, ফরহাদ আহমদ, কায়েস আহমদ, ফাহিম আহমদ তুহা, মুহিব খান, সাহেদ আহমদ, মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, দিদারুল আলম সাজু, আবু সায়িফ ফয়সল, বাহার আহমদ বাহার, রেদওয়ান আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল