ছাত্রনেতা দিপু ও তিলক চৌধুরীর মুক্তির দাবী সিলেট বিভাগ ছাত্রদলের

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

ছাত্রনেতা দিপু ও তিলক চৌধুরীর মুক্তির দাবী সিলেট বিভাগ ছাত্রদলের

সংবাদ ডেস্ক:  সিলেট ছাত্রদলের সিনিয়র নেতা আলী আরশাদ খান দিপু ও তিলক চৌধুরীর সহ কারাগারে আটক সকল রাজবন্দিদের মুক্তির দাবী জানিয়েছেন বিভাগ ছাত্রদলের নেতৃবৃন্দ। (৬ নভেম্বর) রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) জাকির হোসেন উজ্জল এই দাবী জানান।
বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবসে সামনে রেখে বর্তমান অবৈধ আওয়ামী সরকার বিরোধী দলের বিভিন্ন স্থরের নেতা কর্মী মিথ্যা ও সাজানো মামলায় গ্রেফতার চালিয়ে যাচ্ছে। নেতা কর্মীদের বাসা বাড়িতে তল্লাসীর নামে পরিবারকে হয়রানী করছে আইনশৃঙ্খলাবাহনী। নেতৃবৃন্দ কারাগারে আটক ছাত্রনেতা আলী আরশাদ খান দিপু ও তিলক চৌধুরীর সহ সকল রাজবন্দিরে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান।