ছাত্রনেতা শিহাব খানের মুক্তির দাবীতে সুনামগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

ছাত্রনেতা শিহাব খানের মুক্তির দাবীতে সুনামগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ

shihib-jcd২৪ সেপ্টেম্বর ২০১৬, শনিবার: মদন মোহন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জের কৃতিসন্তান ছাত্রনেতা শিহাব খানেঁর মুক্তির দাবিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদল স্থানীয় পাগলা বাজারে বিক্ষোভ মিছিল বের করে পরে এক পথ সভায় অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সভাপতি ইকবাল হুসাইন’র সভাপতিত্বে ও উপজেলা ছাএদল নেতা তালুকদার মইনুল হাসানে পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, দিরাই উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ন সম্পাদক টি এম ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মানসুর আহমদ, এইচএম নাসির আহমদ, হুমায়ুন আহমদ, শ্যামল চৌধুরী, ফয়সল আহমদ, রাজু আহমদ, এমদাদ, জাফর, ইয়াহইয়া, লিটন আহমদ প্রমুখ।
প্রতিবাদ সভায় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকারের বিএনপির নেতা কর্মীদের হয়রানী করার জন্য মিথ্যা মামলা দিয়ে আইনশৃঙ্খলাবাহিনী ধারা বাসা বাড়িতে তল্লাসীর নামে পরিবারের সদস্যদের হয়রাণী করছে। যদি অবিলম্বে ছাত্রদল নেতা শিহাব খানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় সুনামগঞ্জ ছাত্রদল পরবর্তী কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল