৩রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুন ৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক::গতকাল সিলেটে একটি ঘটনা ঘটেছিল। সন্ধ্যা ৭টার দিকে একদল সশস্ত্র ছাত্রলীগ কাজী ইসরাত সাদিয়া (১৫) নামের এক কিশোরীকে অপহরণের চেষ্টা করে। এই পরিবারটি স্টেডিয়াম মার্কেট থেকে ডাক্তারের চেম্বার থেকে ফিরছিল, ফেরার পথে ছাত্রলীগের একটি দল তাদের গাড়ি থামিয়ে চারদিকে অভিযান চালায়। হামলাকারীরা মোঃ আশরাফুল ইসলামের অবস্থান ও ফোন নম্বরসহ পুরো বিবরণ জানতে চেয়েছিল। এই পরিবারের সদস্যরা মোঃ আশরাফুল ইসলামের কোনো তথ্য না দেওয়ার কথা অস্বীকার করলে তারা বিভিন্নভাবে হুমকি দেয়, এক পর্যায়ে তারা তাদের মেয়েকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে। তাদের আর্তচিৎকার শুনে অনেক লোক জড়ো হয় এবং অপহরণকারীরা পালিয়ে যায়। অজ্ঞাত একজন ব্যক্তির কাছ থেকে ফোন কল পেয়ে আমাদের স্থানীয় প্রতিবেদক (বেলায়েত হোসেন) ঘটনাস্থলে উপস্থিত বিস্তারিত জানার চেষ্টা করেন। জনাব মোঃ আমির হোসেন আমাদের প্রতিবেদককে সংক্ষেপে ব্যাখ্যা দিয়েছিলেন যে, তার এক মাত্র ছেলে মোঃ আশরাফুল ইসলাম ছাত্রলীগ ও চরমপন্থী দ্বারা চিহ্নিত হয়েছিল এবং ২০১৯ সালের সেপ্টেম্বর এ তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং কানাডায় বসবাস করছেন। তবে তার দু’জন অত্যাচারী এখনো আশরাফুলকে খুঁজছে এবং চেষ্টা করছে এই পরিবারকে হয়রানি করতে। তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে বাস করছিল। পুলিশ তাদের সহায়তা করেনি, কারণ আসমা বেগম (মোঃ আশরাফুল ইসলামের জননী) জাতিগত সংখ্যালঘু বেঁধে বংশোদ্ভুত, তাই তারা সর্বদা সংখ্যালঘু মানুষের ক্ষেত্রে অবহেলা করে। উপস্থিত একজন আমাদের প্রতিবেদককে নিশ্চিত করেছেন যে, মদন মোহন কলেজের সাধারণ সম্পাদক মুকলেছুর রহমান এই হামলার নেতৃত্ব দিচ্ছিলেন, তারা তার মুখটি চিনেছিল। জনাব মোঃ আমির হোসেন নিপীড়নের ভয়ে মুখ খুলতে চাননি, তিনি বিষয়টি প্রকাশ করেছিলেন যে, মোঃ আশরাফুল ইসলামকে নারায়ণগঞ্জে ছাত্রলীগ দ্বারা টার্গেট করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন নূর মিয়া। মুকলেছুর রহমান চিৎকার করে বলেছিলেন যে, তার সাথে নূর মিয়ার সম্পর্ক আছে। আসমা বেগম এই ঘটনার বিরুদ্ধে কিছু বলতে চাননি, কাজী ইসরাত সাদিয়াও ভয়ের কারণে কিছু প্রকাশ করতে চাননি। তারা কেবল দাবি করছিলেন যে, আমাদের সংবাদপত্রের মাধ্যমে সরকারের কাছে এই বার্তাটি প্রেরণ করে তাদেরকে ন্যায় বিচার এবং সুরক্ষা নিশ্চিত করা হোক।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D