ছাত্রলীগের সংঘর্ষে কুমিল্লা মেডিকেল কলেজ বন্ধ

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬

ছাত্রলীগের সংঘর্ষে কুমিল্লা মেডিকেল কলেজ বন্ধ

কুমিল্লা প্রতিনিধি: ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর কুমিল্লা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়তে বলেছে কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ মহসিনুজ্জামান চৌধুরী বুধবার সকালে বলেন, আগের রাতে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় আন্তত ১৫ জন আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আজ বিকাল ৪টার মধ‌্যে ছাত্রাবাস ত‌্যাগ করতে বলা হয়েছে।

কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, আধিপত‌্য বিস্তারের চেষ্টায় ছাত্রলীগের দুটি পক্ষের মধ‌্যে মঙ্গলবার রাতে সংঘর্ষ হয়। আর কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আবদুর রব বলছেন, পুরনো বিরোধের জেরে মূলত দ্বিতীয় বর্ষের ছাত্রদের দুটি পক্ষের মধ‌্যে এই সংঘর্ষ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল