ছাত্রলীগ থানায়: ছাত্রদল আদালতে !

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

ছাত্রলীগ থানায়: ছাত্রদল আদালতে !

452000000000000000২৩ অক্টোবর ২০১৬, রবিবার: গত ১৯ অক্টোবর বুধবার সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটের সাবেক ছাত্রলীগ নেতা পীযুষ ক্রান্তি দে ও ছাত্রদল প্রান্তিক গ্র“পের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটে। ছাত্রলীগ ও ছাত্রদল ২ পক্ষ থানা মামলার এজহার দায়ের করেন। থানা পুলিশ ছাত্রলীগ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকের মামলা এজহারভূক্ত করেন আর ছাত্রদল ব্যবসা প্রতিষ্ঠার ভাংচুরের একটি মামলা দায়ের করেন তা গ্রহণ করেন নিা।

এই ঘটনায় ছাত্রলীগ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক বাদী হয়ে ঐ দিন রাতে কতোয়ালী থানার একটি মামলা দায়ের করেন যাহার নং- ২১(১০)১৬। মামলায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক কায়সার মাহমুদ সুমনসহ ১৭ জনের নাম ও অজ্ঞাত নামা ১০/১৫ জন আসামী করে মামলাটি এজহারভোক্ত করা হয়। এই মামলার ৫ নং আসামী প্রিন্সকে গ্রেফতার করে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত রিমান্ড না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

একই ঘটনায় চৌকিদীঘি নিবাসী আব্দুল হক চৌধুরী পুত্র সহিদুল হক চৌধুরী বাদীয় সাবেক ছাত্রলীগ নেতা পীযুষ ক্রান্তি দে ও মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকসহ ছাত্রলীগ নেতাদের নাম উল্লেখ করে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের একটি এজহার দাখিল করা হয়। যা কতোয়ালী থানায় দীর্ঘ ৫ দিন যাবত এজহারভোক্ত না হওয়া বাধ্য হয়ে ২৩ অক্টোবর চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সিলেট আদালতে অভিযোগ দাখিল করেন। যা তদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে।

উপরোক্ত বিষয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ আমাদের নিশ্চিত করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল