১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৬
২৪ আগস্ট ২০১৬, বুধবার: গত ২২ আগস্ট রাতে সিলেট নগরীর আম্বরখানায় বিনা উস্কানিতে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়। ২৪ আগস্ট (বুধবার) দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের মহানগর ছাত্রলীগের নেতা কর্মীরা সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ পরর্বীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাতলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের অতিথ গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। জাতির জনকের স্বপ্ন পূরণে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সেই স্বপ্নকে বাদাগ্রাস্থ করতে একটি ষড়যন্ত্রকারী মহল লিপ্ত রয়েছে। পুলিশের সাথে বিনা উস্কানিতে ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুদ কামাল সুফিসহ ছাত্রলীগের নেতা কর্মীদের উপর হামলা ও গ্রেফতার করা হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত ছাত্রলীগ নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।
এসময় আরো বক্তব্যে রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সম্পাদক ময়নুল ইসলাম ফয়সল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শহীদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমাদুল হক জাহিদ, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মামুন কাওসার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D