ছাত্রীকে যৌন হয়রানি, বখাটের সাজা

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

ছাত্রীকে যৌন হয়রানি, বখাটের সাজা

66522সিলেটের ফেঞ্চুগঞ্জে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক বখাটেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সামু আহমেদ নামের ওই বখাটেকে ৮ মাসের সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত।
সাজাপ্রাপ্ত বখাটে সামু আহমেদ  উপজেলার মাইজগাঁওয়ের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- মাইজগাঁওয়ের মশাহিদ আলী বালিকা মাদরাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে আসা-যাওয়ার পথে ইভটিজিং (যৌন হয়রানি) করতো সামু। মঙ্গলবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে সামু তাকে কুপ্রস্তাব দেয়।
এর প্রতিবাদ করায় বখাটে সামু ছাত্রীটিকে ধর্ষণ করার চেষ্টা চালায়। এসময় শোরচিৎকারে মাদরাসা শিক্ষকরা এগিয়ে এসে ছাত্রীটিকে উদ্ধার ও সামুকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুরে জান্নাতকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত ঘটনাস্থলে আসলে বখাটে সামু তার অপকর্মের কথা স্বীকার করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল