সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৬
ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে গ্রীষ্মকালীন অবকাশ যাপনে সুইজারল্যান্ডে গেছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ব্রেক্সিট গণভোটের পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন ১৩ই জুলাই। ওইদিনই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তেরেসা মে। প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে অবকাশ কাটাতে যাচ্ছেন। তিনি বৃটেনে ফিরবেন আগামী ২৪শে আগস্ট। এর আগে ২০০৭ সালের আগস্টে তেরেসা মে টেলিগ্রাফ পত্রিকাকে সুইজারল্যান্ড প্রীতির কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি ও তার স্বামী ফিলিপ দু’জনে ওই দেশটিতে খুব আনন্দ করেছিলেন। তিনি আরও বলেছিলেন, আমরা প্রথমবার প্রায় ২৫ বছর আগে সুইজারল্যান্ড সফরে গিয়েছিলাম। কিন্তু তখন বেশির ভাগ সময় কাটিয়েছিলাম লুসারনে। উল্লেখ্য, ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই তাকে খুব ব্যস্ত সময় পার করতে হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd