৩রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মে ৬, ২০১৬
একজন নয়, দু-দুজন নারীর আগমন ঘটেছে বলিউড তারকা রণবীর কাপুরের জীবনে। একটি সম্পর্কও টিকিয়ে রাখতে পারেননি তিনি। তবে ভাগ্য বলতেই হয় রণবীরের। দুজন সুপারস্টারের সঙ্গে প্রেম করেছেন। দীপিকা পাড়–কোন ও কাটরিনা কাইফ। তবে রণবীরের প্রেম ভাগ্যটা আসলেই বুঝি খারাপ! বলিউডের দুই সুপারস্টারের সঙ্গে সম্পর্ক করেও ধরে রাখতে পারেননি তিনি। অবশ্য এতে তার খুব একটা দোষ নেই বলেই লোকের মুখে শোনা যায়। পরিবারের অপছন্দের কারণেই নাকি দীপিকা কিংবা কাটরিনা কাউকে বিয়ে করতে পারেননি রণবীর। এসব নিয়ে মানুষ বলাবলি করলেও কখনো তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তবে সম্প্রতি ছেলে প্রেমিকাদের নিয়ে মুখ খুলেছেন বাবা ঋষি কাপুর। বলিউডের একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ঋষি বলেন, এ যাবত রণবীরের দু’টি সম্পর্কই তার দুই সহকর্মীর সঙ্গে। এ নিয়ে আমাদের কোনও অসুবিধা নেই। এটা একেবারেই রণবীরের ব্যক্তিগত ব্যাপার। কাকে সে নিজের স্ত্রী হিসেবে, বা প্রেমিকা হিসেবে পাশে পেতে চায় তা নিয়ে আমাদের কোনো মাথাব্যাথা নেই। রণবীর যাকে খুশি বিয়ে করতে পারে। তবে আমরা একজন পুত্রবধূ পেলেই খুশি। ছেলের দু’টি সম্পর্ক বলতে ঋষি অবশ্যই দীপিকা আর কাটরিনার কথাই বলেছেন। কিন্তু পুত্রবধূ হিসেবে ঋষি-নিতুর পছন্দের পাত্রী কেউ আছে নাকি? সে বিষয়ে জিজ্ঞাস করা হলে এড়িয়ে যান রণবীরের বাবা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D