সিলেট ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১
অনলাইন ডেস্ক:: নিজের দুঃখের অতীত নিয়ে মুখ খুললেন আলোচিত তারকা সানি লিওন। কানাডায় জন্ম নেয়া সানি বেড়ে ওঠা সময় কীভাবে দিনের পর দিন বর্ণবৈষম্যর শিকার হয়েছেন, তা নিয়েই খুলাখুলি কথা বলেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার স্কুলে সহপাঠীরাই তার ‘লুকস’ নিয়ে নক্কারজনক মন্তব্য করতো সবসময়। খবর হিন্দুস্তান টাইমস ও টিভি নাইনের।
সানির দ্বৈত নাগরিকত্ব রয়েছে ভারত ও কানাডায়। পাঞ্জাবী মা-বাবার সন্তান সানির ছোটবেলা কেটেছে কানাডায়। তার আসল নাম করণজিৎ কঊর। সানির ভাষ্য,‘আমার গায়ের রঙ উজ্জ্বল ছিল। কিন্তু জিনগত কারণেই হাতে-পায়ে কালো পশমের কারণে আমায় অপমান সহ্য করতে হয়েছে। আমার জামাকাপড়, আমার চেহারা এ সব কিছু নিয়েই হাসির পাত্র হতে হয়েছে আমাকে।’
এসব মন্তব্য তার মননে যে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছিল তা একবাক্যেই স্বীকার করে নিয়ে সানি আরও বলেন, ‘এমন নয় যে, ছোটবেলায় করা ওই সব অপমানের রেশ তখনই শেষ হয়েছে। তার প্রভাব থেকেছে বহু বছর। আমার মতে ‘বুলিং’ মূলত একটি চক্র। নিজে অপমানিত হয়ে অন্যকে অপমান না করার অঙ্গীকার করলেই মনে হয় এই চক্রের অবসান ঘটবে।’
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd