সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
স্পোর্টস ডেস্ক :::
অবিশ্বাস্য ফর্মে রয়েছেন আয়ারল্যান্ডের তারকা ব্যাটসম্যান পল স্টারলিং। নিজের খেলা সবশেষ ছয় ওয়ানডেতে চারটি সেঞ্চুরি করেছেন আইরিশ এই তারকা ব্যাটসম্যান।
গত বছরের ৪ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে খেলেছেন ১২৮ বলে ১৪২ রানের ঝড়ো ইনিংস। একই ম্যাচে সেঞ্চুরি করেন অ্যান্ডি বালবির্নি। তাদের জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রানের বিশাল টার্গেট তাড়া করে ৭ উইকেটের জয় পায় আয়ারল্যান্ড।
ঠিক পরের ম্যাচে নতুন বছরের শুরুতে ৮ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে আবুধাবিতে খেলেন ১৪৮ বলে ১৩১ রানের ইনিংস। তার সেঞ্চুরির ম্যাচে দুর্বল আরিমাতের বিপক্ষে হেরে যায় আইরিশরা। আমিরাতের বিপক্ষে সিরিজের পরের ম্যাচে ৪ রানে আউট হন স্টারলিং।
আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় আবুধাবিতে ৪০ বলে ৩৯ রান করেন স্টারলিং। সেই ম্যাচে লড়াই করেও ২৮৭ রান তাড়ায় ১৬ রানে হারে আয়ারল্যান্ড।
রোববার সিরিজে ফেরার ম্যাচে একাই লড়াই করেছেন পল স্টারলিং। তার ১৩২ বলে ১২ চার ও চার ছক্কায় গড়া ১২৮ রানের ইনিংসের পরও ২৫৯/৯ রানের বেশি করতে পারেনি আইরিশরা। এছাড়া ৪৭ রান করেন কার্টিস ক্যাম্পার।
মঙ্গলবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছেন পল স্টারলিং। ১০১ বলে সাত চার ও দৃষ্টিনন্দন ৬টি ছক্কায় শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন আইরিশ এই তারকা ব্যাটসম্যান।
পল স্টারলিংয়ের অনবদ্য ইনিংসে জয়ের পথে আয়ারল্যান্ড। এ রিপোর্ট লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ২৯ ওভার খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান। জয়ের জন্য শেষ ২১ ওভারে প্রয়োজন আরও ১১৮ রান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd