জগন্নাথপুরে ধানের শীর্ষ এগিয়ে

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

জগন্নাথপুরে ধানের শীর্ষ এগিয়ে

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আতাউর রহমান। ২৯টি কেন্দ্রে প্রাপ্ত ভোটের সংখ্যার ভিত্তিতে তিনি এগিয়ে রয়েছেন।

২৯টি কেন্দ্রের মধ্যে বিএনপির আতাউর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩৭৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আকমল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৩৮টি ভোট।

এদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮১৮টি ভোট।

জগন্নাথপুর উপজেলা একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। মোট ৮৭টি ভোট কেন্দ্রের মোট ৪৩২টি বুথে ভোট গ্রহণ হয়েছে।

বিস্তারিত আসছে………….

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল