২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মে ২৬, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন পানিতে চলছে মাছ শিকার উৎসব। মাছ শিকার উৎসবে মেতে উঠেছেন সৌখিন শিকারিরা। কয়েক দিনের টানা বৃষ্টিপাতে জগন্নাথপুর উপজেলার সকল নদ-নদী ও হাওরে নতুন পানি এসেছে। নতুন পানিতে পলো ও টেটা দিয়ে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন সৌখিন শিকারিরা। যা স্থানীয় ভাষায় (উজাই মারা)। উপজেলার বিভিন্ন স্থানে দলে দলে শিকারিরা মাছ ধরতে নদী ও হাওর পাড়ে দিনরাত অবস্থান করছেন। মাছ ধরার আশায় ঘন্টার পর ঘন্টা গুনছেন অপেক্ষার প্রহর। এর মধ্যে যারা মাছ ধরেছেন তারা খুবই ভাগ্যবান। হয়েছেন বেজায় খুশি। আবার যারা মাছ পাননি তারা নিরাশ হয়ে খালি হাতে ফিরছেন বাড়ি।
২৬ মে মঙ্গলবার দেখা যায়, অনেক স্থানে মাছ ধরার আশায় শিকারিরা দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছেন। এ সময় মাছ শিকার দেখতে শিকারিদের আশপাশে ভীড় করছেন উৎসুক জনতা। প্রতি বছর নতুন পানিতে মাছ শিকার যেন গ্রাম বাংলার ঐতিহ্য। তাই প্রতি বছরের মতো এবারো নতুন পানিতে চলছে মাছ শিকার উৎসব।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D