সিলেট ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১
সিলেটের দিনকাল ডেস্ক:: বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেল বলেন, সুস্থ ধারার সাংস্কৃতি ফিরিয়ে আনতে বাউল প্রেমীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং আমাদের মরমী সাধকদের কালজয়ী গানগুলোকে বেশি বেশি প্রচার করতে হবে। দেশে বিদেশে আমাদের মরমী সাধক এবং বাউল গান সমান ভাবে জনপ্রিয়। বর্তমান সরকার বাউলদের কল্যাণে আন্তরিক। বাউলদের সম্মানে বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে ২১ শে পদকে ভূষিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাউলদের প্রতিনিধি হিসেবে সংসদে বাউল শিল্পী মমতাজকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে মনোনীত করেন।
তিনি বলেন, গীতিকবি মরহুম কুতুব আফতাব ও স্বাধীনতার ৫০ বছর উদযাপনে দেশের শহীদদের স্মরণ করে তিনি তাদের রুহের মাগফেরাত কামনা করে বলেন বর্তমান করোনা মহমারীতে বাউল শিল্পিরা মানবতার জীবন যাপন করছেন। তাই বাউল শিল্পীরা মাজার মঞ্জিলে বা যেকোন অনুষ্ঠানে নিরাপদে নির্ভয়ে গান পবিবেশন করতে পারে সেই লক্ষ্যে প্রশাসন সকল প্রকার স্বাস্থবিধি মেনে বাউল গানের অনুমতি দানের জন্য জোর দাবী জানান।
তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর বাজার সংলগ্ন মাঠে ২ মার্চ মঙ্গলবার রাতে সিলেট বিভাগীয় বাউল প্রেমী বন্ধুমহলের অভিষেক উপলক্ষ্যে দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট বিভাগীয় বাউল প্রেমী বন্ধমহল কমিটির সভাপতি জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলার জাকির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ আহমদ রলেক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব সঙ্গীত পৃষ্টপোষক নুরুল ইসলাম, সমাজসেবী ফিরোজ খান, ফজর আলী মেম্বার, বাংলাদেশ বাউল ফেডারেশনের সভাপতি শাহ তফজ্জুল বান্ডারী।
বক্তব্য রাখেন আজমল আলী, খালেদ আহমদ, এম মুজিবুর রহমান, ইয়াবুর আলী মুন্না, জগলুর রহমান, জাকারিয়া মাসুদ, আব্দুল কাহার, দুলাল আহমদ, আব্বাস মিয়া, টিপু হক, শাহ কামরুল, আশিক আলী, জাহাঙ্গীর, মঞ্জুর শাহ, কাজল মিয়া, আবুল হোসেন, মহসিন মিয়া, রুবেল মিয়া, জামাল মিয়া, কার্জন মিয়া, মিনহাজুর রহমান ও ইকবাল আহমদ।
প্রথম অধিবেশনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম রিজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সভাপতি আজাদ আলী কাবিরী, সাধারণ সম্পাদক আইয়ুব খান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd