সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬
২৩ আগস্ট ২০১৬, মঙ্গলবার: নতুন হল নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলে পুলিশের বাধা পেয়ে ফের ডাকা ধর্মঘটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর ফলে রায়সাহেব বাজারের আশপাশের এলাকাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এর প্রভাব পড়েছে রাজধানীর অন্য সড়কেও।
এর আগে সকাল থেকে ধর্মঘট সমর্থনে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। সেখান থেকে পুলিশি বাধা উপেক্ষা করে তারা রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নেন।
এদিকে ধর্মঘটের অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আজই বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার কারাগারের জায়গায় হলের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি প্রদানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে মঙ্গলবার ও পরের দিন বুধবার ধর্মঘট আহ্বান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওইদিন সকালে ক্যাস্পাস থেকে শিক্ষার্থীরা আবাসিক সংকট নিরসন ও পুরনো কারাগার বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের জন্য পদযাত্রা শুরু করেন।
শিক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে বংশাল ট্রাফিক সিগন্যালে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd