৪ঠা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০১৬
২২ আগস্ট ২০১৬, সোমবার: কারাগারের জায়গায় হল দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও জলকামান থেকে গরম পানি ছুড়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাস্পাস থেকে শিক্ষার্থীরা আবাসিক সংকট নিরসন ও পুরনো কারাগার বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের জন্য রওনা হন।
স্মারকলিপি নিয়ে শিক্ষার্থীদের মিছিলটি বংশাল ট্রাফিক সিগন্যালে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও জলকামান থেকে পানি ছুড়ে। এতে অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
শিক্ষার্থীরাও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশি বাধার মুখে শিক্ষার্থীরা পিছু হটে ইংলিশ রোডের দিকে অবস্থান নিয়ে প্রতিবাদ মিছিল ও রাস্তা অবরোধ করে রেখেছেন।
এ ঘটনায় ওই এলাকায় গাড়ি চলাচল কমে গেছে। দোকানপাটও বন্ধ রয়েছে। এর প্রভাবে রাজধানীতে যানজটের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D