সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৬
দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে সোমবার এক মানববন্ধন কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ডা. ওসুল আহমদের সভাপতিত্বে ও কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডা. ছফির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্যে উপস্থিত ছিলেন পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম এ আহবাব বলেন, ইসলামের জঙ্গিবাদের কোন স্থান নেই। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। জঙ্গিরা দেশ ও জাতির শত্র“। তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বি.এম.এ সভাপতি ও হাসপাতালের চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. রুকন উদ্দিন আহমেদ, শিশু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম এ মালেক, ই.এন.টি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ কয়েছ, মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. দীপেন্দ্র নারায়ন দাস। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৪র্থ বর্ষের ছাত্র সাঈয়িদ। তারপর ছাত্রদের মধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিরোধে সঠিকভাবে ধর্মচর্চা ও ধর্মের বিস্তুৃত ব্যাখ্যার সচেতনতা সৃষ্টির জন্য বক্তব্য রাখেন ৪র্থ বর্ষের ছাত্র ইকবাল, ৩য় বর্ষের ছাত্র শাহ নেওয়াজ, ১ম বর্ষের ছাত্র তানজিদা ইসলাম ও নাদিমুর রহমান।
আলোচনা শেষে পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী সহ সকলের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd