১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬
পলাতক জঙ্গি মুসা বাংলাদেশেই রয়েছে। শিগগিরই ধরা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
রোববার সকালে কাকরাইলের সেন্ট মেরি চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গিদের মধ্যে মুসা একজন। সে আমাদের তালিকাভুক্ত জঙ্গি। তাকে ধরার চেষ্টা করছি। সে বর্তমানে বাংলাদেশেই অবস্থান করছে। খুব তাড়াতাড়ি আমরা তাকে ধরতে পারব বলে আশা করছি।’
আছাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিরা প্রকাশ্যে কোনো রাজনৈতিক দল করে না। এমনকি তাদের সাংগঠনিক কাঠামোও নেই। তবে তাদের কে ইন্ধন দিচ্ছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
জঙ্গিদের কাছ থেকে নতুন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। জঙ্গিরা এসব বিস্ফোরক দ্রব্য কোথায় পাচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিস্ফোরক কোথা থেকে আসছে তা বলা যাচ্ছে না। এগুলো বাইরের দেশ থেকে আমদানিও হতে পারে। আবার দেশের ভেতর থেকেও কেউ সরবরাহ করতে পারে। তবে বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।’
তবে এটা নতুন কোনো পরিকল্পনা নয়, এগুলো সব গুলশান হামলারই অংশ হতে পারে বলে মনে করছেন আছাদুজ্জামান মিয়া।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মাটিতে অতীতে কখনও জঙ্গিবাদ টিকতে পারেনি। এখনও পারবে না। আমরা ইতিমধ্যে জঙ্গিদের দুর্বল করে ফেলেছি। তারা আর সংগঠিত হতে পারবে না।’ কাকরাইলের সেন্ট মেরি চার্চে ডিএমপি কমিশনারকে ফুল দিয়ে স্বাগত জানান ফাদার বেনযামিন কস্তা।
এ সময় কমিশনার বলেন, ‘বড়দিনে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। প্রতি গির্জায় নির্বিঘ্নে অনুষ্ঠান উদযাপানের জন্য তিন স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের সব ধর্মের লোকজন নিজের ধর্মীয় অনুষ্ঠান পালন করে।’
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D