সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬
সিলেট জেলা জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মুজাহিদ উদ্দিন চৌধুরীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে খাদিমপাড়া আল-বারাকা গ্রীণ সিটির ১নং বাসায় ৫-৭ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তখন বাসার মালিক মুজাহিদ উদ্দিনকে এক ধরণের স্প্রে ব্যবহার করে অজ্ঞান করে বাসায় থাকা নগদ টাকা-পয়সা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয় ডাকাতেরা। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে অজ্ঞান অবস্থায় সিলেট জেলা জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মুজাহিদ উদ্দিন চৌধুরীকে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপালের ৪থর্ তলার ১নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান থানার অফিসার ইনচার্য শাহজালাল মুন্সি বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সাথে জড়িত থাকতে পারে এমন সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। সুস্থ হয়ে এঘটনায় শাহপরান থানায় একটি ডাকাতি মামলাসহ আইনআনুগ সকল ব্যবস্থা করবেন বলে জানান সিলেট জেলা জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মুজাহিদ উদ্দিন চৌধুরী।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd