সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬
কুচাই ইউনিয়নের গর্বিত সন্তান, অন্যতম অভিভাবক, বিশিষ্ট রাজনীতিবিদ, শাহ নিজাম উদ্দিন এর বাইপাস হার্ট সার্জারি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এ অপারেশন অনুষ্টিত হয় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে। তার চিকিৎসার খোজখবর নিয়েছেন মাননীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী সহ তার সহযোগী রাজনীতিক মহল, শুভাকাঙ্খীরা। তারা দোয়া, দোয়ার আয়োজনও করে, তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। সদালপী নিজাম উদ্দিন রাজনীতির পাশাপাশি, একজন ক্রীড়ানুরাগী এছাড়া শিক্ষানুরাগী হিসাবে তিনি স্বীকৃত। জেলা কৃষকলীগের সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। দক্ষিণ সুরমা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, ইছরাব আলী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতিও তিনি। সম্প্রতি বৃক্ষরোপণে শ্রেষ্ট্রত্ব অর্জনের স্বীকৃতি হিসাবে পেয়েছেন জাতীয় পুরস্কার। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক কন্যা শেখ হাসিনা এ পুরস্কার তার হাতে তুলে দেন। তার এ প্রাপ্তি কুচাই ইউনিয়নবাসীসহ সিলেট এর জন্য অনন্য এক গর্বের। তার রোগ কামনায়, কদমতলী মসজিদসহ সিলেটর বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃটেনেও দোয়া করেছেন তার শুভাকাঙ্খীরা। অত্যন্ত সাধারন জীবনযাপেন অভ্যস্ত এ নেতা মাঠি-মানুষের নিকট খুব সমাদৃত। মানুষের পাশে থাকার অসাধারন গুণ তাকে সকলের নিকট শ্রদ্ধেয় ও সম্মানীত করে তুলেছে। কুচাই ইউনিয়নের সর্বস্তেরর মানুষ তার জন্য মহান আল্লাহার নিকট প্রার্থনা করেছেন। সকলের প্রত্যাশা খুব শিগগিরই- পরোপকারী এই সাধা মনের মানুষ নিজাম উদ্দিন অবার ফিরে আসবেন জনতার ময়দানে। সেজন্য সকলের আন্তরিক দোয়া কাম্য।
সিলেটের বিশিষ্ট সাংবাদিক ফয়সল আমীনের ফেইসবুক থেকে সংগৃহিত।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd