জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলা

প্রকাশিত: ৭:২৩ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৬

জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলা

13342055_625827530906194_1059316632_nফেরদৌসী আক্তার পলি (ইতালি): রবিবার সকাল ১০ টায় ইতালির মিলানো শহরের পার্শবর্তী গাল্লারাতে স্থানীয় হলে এই মিলন মেলার উদ্বোধন করেন বাংলাদেশ এসোসিয়েশন ভারেজ প্রভিন্স এর সাবেক প্রেসিডেন্ট নুর মোহাম্মদ মালেক,সকাল থেকেই প্রবাসী বাংলাদেশীদের আগমনে হল রুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে, বাংলাদেশীদের এই মিলন মেলায় উপস্থিত ছিলেন গাল্লারাতে সিন্দাকো এদোআরদো গুলজানি, কালচারাল অফিসার সিনসিয়া কলম্বো , পপ ডন আলবার্তো, ডন লুশানো , আউজার এর প্রেসিডেন্ট সহ বাংলাদেশ কমিউনিটির বাংলাদেশ আওয়ামিলিগ ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক দল গুলোর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ ,বিভিন্ন সমিতি ,সংগঠন ও সাংস্কৃতিক বেক্তিবর্গ উপস্থিত ছিলেন,অনুষ্ঠানের আয়োজক নুর মোহাম্মদ মালেক আগত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে দিনটিকে সরনীয় করে রাখতে কেক কাটেন এবং অনুষ্ঠানে বাড়তি শোভা পায় তার ছেলে তুষার 13348775_625827474239533_708283919_nএর ১৮ বছর পূর্তি , তত্ত্বাবধানকারী নুর মোহাম্মদ মালেক তার বক্তব্যে বলেন প্রবাসে থেকে শত কাজের বেস্ততায় ,সৃষ্টি হয় নিজ পরিবার ,বন্ধু বান্ধব আত্তীয় স্বজন এর সাথে দুরত্ব , আর ছেলে মেয়েরা ভুলে যায় নিজ দেশের কৃষ্টি কালচার আর তাই এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত জরুরি, মিলন মেলার মাধ্যমে আমাদের সকলের মধ্যে ভালবাসার গভীরতা বৃদ্ধি পায়,পড়ন্ত বিকেলে এক মনমুঘ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় , লন্ডন থেকে আগত জনপ্রিয় শিল্পী রুবাইয়াত জাহান ও ইতালির শিল্পী সাকিব ও সোহেল এর গানের মুর্ছনায় অন্যদিকে বলিউড ডান্স গ্রুপ এর নৃত্যের তালে তালে দর্শক দারুন উপভোগ করেছে অনুষ্ঠানটি ,ছিল মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা এবং রেফেল ড্র ,অনুষ্ঠানের আয়োজক এর পক্ষ থেকে আগত প্রতিটি শিশুর হাতে পুরস্কার তুলে দেয়া হয়,দিনটি ছিল বর্ষণমুখর তা উপেক্ষা করেও প্রবাসী বাংলাদেশীদের তাদের পরিবার পরিজন নিয়ে দূর দুরান্ত থেকে এই মিলন মেলায় অংশগ্রহণ করতে দেখা গেছে,শত শত প্রবাসী বাংলাদেশীদের এক সাথে দেখে মনে হচ্ছিল প্রবাসের মাটিতেও যেন এক খন্ড বাংলাদেশ, অনকেই তাদের অনুভুতিতে আনন্দ উচ্ছাস প্রকাশ করেছেন…..

ফেসবুকে সিলেটের দিনকাল