জাতির জনকের নাতনি টিউলিপ’র জন্মদিন আজ

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৬

জাতির জনকের নাতনি টিউলিপ’র জন্মদিন আজ

uk-bcl১৬ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার: ব্রিটেনের লেবার পার্টি এমপি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, বিশ্বশান্তির অগ্রদূত, ডিজিটাল বাংলাদেশের রুপকার, গনতন্ত্রের মানসকন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভগ্নিকণ্যা ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকীর জন্মদিন আজ।

টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী (জন্ম: ১৬ সেপ্টেম্বর ১৯৮২) হলো একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টি এবং কো-অপারেটিপ পার্টির রাজনীতিবিদ। তিনি ২০১৫ সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছে।[১] এর পূর্বে সে রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন। সিদ্দিকী ১৯৮২ সালে লন্ডনের সেন্ট হেলিয়ার হাসপাতালে জন্মগ্রহণ করে।[২] 

তার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টুইট বার্তায় শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Happy birthday to the most laborious and hard working MP that I have ever came across. Your strong voice for the less fortunates and passion for your job will surely take you a long way. Happy birthday and keep being yourself always our pride Tulip Siddiq.

শুভ জন্মদিন 
টিউলিপ রেজওয়ানা সিদ্দীক.

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল