২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৬
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, “জাতির জনকের শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে জঙ্গীবাদকে মোকাবেলা করতে হবে।” তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ যখন মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে তখন একটি বিশেষ মহল উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে চাচ্ছে।
তিনি মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, এম.সি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুনের স্বদেশ আগমন উপলক্ষ্যে ওসমানী বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
আব্দুল হাসিব মামুন বলেন, “যুক্তরাষ্ট্র আওয়ামীলীগকে জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন যার ফলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয়ের স্বপ্ন বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় বিমান বন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিৎ সরকার, ত্রান ও পুনর্বাসন সম্পাদক এডভোকেট শেখ মকলু মিয়া, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট বেলাল উদ্দিন, মহানগর আওয়ামীলীগ নেতা মুক্তার খান, স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুল ওহাব জোয়ারদার মুছফ, স্বেচ্ছাসেবকলীগের জেলা সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুম আহমদ, ছাত্রলীগ নেতা মনিরুল হক পিনু, লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত শফি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর রহিম নান্টু, যুবলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ছুলুক, মিজানুর রহমান বাবলু, ছাত্রলীগ নেতা পাপ্পু, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা টিপু আহমদ, রেদওয়ান হোসেন আলীম, শাহান রেজা, আরাফাত হক, শরিফ আহমদ, সানি আহমদ, জুবের আহমদ, সামাদ আহমদ, ও অমিত হাসান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D