জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে সরকার : হান্নান শাহ

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৬

জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে সরকার : হান্নান শাহ

106692_140857_185নিজেদের ব্যর্থতা ঢাকতে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপি নেতা এ মন্তব্য করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিক্রিয়ায় এ সভার আয়োজন করা হয়।
আ স ম হান্নান শাহ বলেন, জঙ্গি দমনে বিএনপির ডাকা জাতীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়েই হবে। তিনি বলেন, জনগণকে ধোঁকা দিতে এবং বিরোধী পক্ষকে বেকায়দায় ফেলতেই সরকার নীলনকশা করছে আর সন্ত্রাস দমনে ঐক্য করছে সন্ত্রাসীদের সঙ্গে।
হান্নান শাহ অভিযোগ করেন, সরকার জঙ্গি দমনের নাম করে জনগণের চোখে ধুলো দিতে নামমাত্র নানা কর্মসূচি দিচ্ছে।
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন-বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম পটু, মারুফ আল হাসান, জিয়াউদ্দিন শাহীন, সৈয়দ আজম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ জামান, আনু মোহাম্মদ শামীম, কামরুজ্জামান বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক লিটন মাহমুদ, শাহাবুদ্দিন মুন্না, রফিক হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন উজ্জল, আবদুর রহমান বাবুল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক হাজী মো: জামিল হোসেন, সহ-সম্পাদক এম জি মাসুম রাসেল এবং দক্ষিণ এর যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল