জাতীয় এ মহান স্বাধীনতার বিজয় দিবসে

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

জাতীয় এ মহান স্বাধীনতার  বিজয় দিবসে
অাল গণী ইসিও গভীর শ্রদ্বাভরে স্বরণ করছে ১৯৭১ এর স্বাধীনতা যুদ্বে বীর মুক্তি যুদ্বা ও বীর শহীদের কথা বীরাংগনা দের কথা, যারা এই বিজয়কে চিনিয়ে অানতে অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। এই যুদ্বে যারা অাহত হয়ে মানবেতর জীবন যাপন করছেন । যে মা বোনেরা নিজের ইজ্জৎ বিসর্জন দিয়ে অাজ সমাজে কলংন্ক নিয়ে বেচে অাছেন। কৃষক, মজুর, কামার, কুমার, জেলে, তাতি, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের চরম অাত্নত্যাগের ফসল এই মহান স্বাধীনতার এ মহান বিজয় দিবস এই বিজয়ের গৌরবের দিনে এজিঅাইসিও শহীদের অাত্নার মাগফিরাত ও জান্নাত করে। এজিঅাইসিও কে বিশ্বময় মানবতার সেবা ও কল্যাণে সর্বপ্রকার সাহায্যদান করতেছেন। সহযোগিতা করতেছেন তাদের সবার প্রতি রইল বিজয়ে শুভেচ্ছা, অভিনন্দন। হৃদয় নিংড়ানো ভালবাসা।
এজিঅাইসিও সকল ট্রাষ্টী ও শুভাকাঙ্ক্ষী বৃন্দের পক্ষ হতে শুভেচ্ছান্তেঃ 
এম এ হুসেইন চেয়ারম্যান মাইকেল জে হারবি জেনারেল সেক্রেটারি এজিঅাইসিও সম্মানিত ট্রাষ্টী বৃন্দ
হাজী এম এ মালেক পাইলট হাবিবুর রহমান ডাঃ মাহমুদা জান্নাত ডাঃ সবুর অাহমদ বেলাল অাহমদ সিইও সম্পাদক ফয়সল অালম সম্পাদক নূরুল ইসলাম অাখতার হুসেইন বখতিয়ার হুসেইন সপন অাহমদ প্রমূখ

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল