জাতীয় ঐক্য হয়ে গেছে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে জাতি হতাশ: বিএনপি

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৬

জাতীয় ঐক্য হয়ে গেছে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে জাতি হতাশ: বিএনপি

BNP-logo_0 copyজঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশে জাতীয় ঐক্য হয়ে গেছে মর্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এমন বক্তব্যে জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি।

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন।

উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

নজরুল ইসলাম বলেন, ভোট ও ভোটারবিহীন নির্বাচনে গঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে দেশে বিরাজমান সন্ত্রাস-উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সম্পর্কিত যে বক্তব্য রেখেছেন, তার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এই সাংবাদিক সম্মেলনে তিনি ‘জাতীয় ঐক্য ইতোমধ্যে সৃষ্টি হয়ে গেছে’ এবং ‘যাদের সঙ্গে ঐক্য প্রয়োজন, তাদের সঙ্গে ইতোমধ্যে ঐক্য হয়ে গেছে’ বলে যে বক্তব্য রেখেছেন তা জাতিকে হতাশ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল