জাতীয় দায়িত্ববোধ থেকে ঐক্যের ডাক দিয়েছেন খালেদা জিয়া: ফখরুল

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

জাতীয় দায়িত্ববোধ থেকে ঐক্যের ডাক দিয়েছেন খালেদা জিয়া: ফখরুল

img_20160803_130952_137201_137207_137211‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জতীয় দ্বায়িত্ব বোধ থেকে বাস্তবতার প্রেক্ষিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঐক্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমিক আলোচনা চলছে। ফলপ্রসু হলে জানতে পারবেন।’
বুধবার নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।
জামায়াতকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ বক্তব্য তার ব্যক্তিগত বক্তব্য বলেও জানান বিএনপির মহাসচিব।
জামায়াতকে ছাড়ার প্রসঙ্গে এমাজউদ্দীনের বক্তব্যে কথা জানতে চাইলে তিনি বলেন, এটা তার  ব্যক্তিগত মতামত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, আবদুল আওয়াল খান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল