৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০১৬
‘দোষারূপ নয়, দূর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবার ২২ অক্টোবর পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবারের ঈদের ছূটিতে সড়ক ও মহাসড়কে নাড়ীর টানে বাড়ি ছুটে যাওয়া ও কর্মস্থলে ফিরে আসা দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটায় ১ অক্টোবর শনিবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হাজারো মানুষের উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপস্থিতিতে মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানসচিব শামীম আলম দিপেন, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, অর্থ সম্পাদক নাসির রুমী, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ, নিসচা সিলেট জেলা ও নর্থ ইষ্ট ইউকে উপদেষ্টা মো. জহিরুল ইসলাম মিশু, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মো. লোকমান আলী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, এবারের ঈদে সড়ক দূর্ঘটনায় এই লাশের মিছিলে আমরা স্তম্ভিত। বক্তারা আবেগআপ্লুত কন্ঠে বলেন, সড়ক দূর্ঘটনার হার কমে আসছিল হঠাৎ কেন এবারের ঈদে সড়ক দূর্ঘটনায় খালি হচ্ছে মায়ের বুক। তাদের পাশে দাড়াবে কে ? দূর্ঘটনায় আহতদের ক্ষতিগ্রস্থ কে পূরণ করবে ? বক্তারা দলমত নির্বিশেষে সবাইকে দুর্ঘটনায় আহতদের পাশে দাড়ানোর আহ্বান জানান। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষনার দাবি জানানো হয় এবং ঐ দিন সকলকে সারাদেশে জাতীয়ভাবে নিরাপদ সড়ক দিবস পালন করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D