১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬
বাংলাদশে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যৌথ উদ্যোগে ১৫ আগষ্ট স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষির্কী উপলক্ষে জিন্দাবাজার মুক্তিযোদ্ধা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোক র্যালী, সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বেলা ১২টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ডেপুটি কমান্ডার আকরাম আলী সভাপতিত্বে ও সন্তান কমান্ড সিলেট জেলার সাধারণ সম্পাদক মোঃ জবরুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। প্রধান বক্তার বক্তব্য রাখেন সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলার ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল হান্নান, সহকারী কমান্ডার আতিক আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, সদর উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদ আলী, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, সাবেক কমান্ডার ওয়াসিব উল্লাহ, সাংগঠনিক কমান্ডার খুরশীদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার সাকির আলী। উক্ত সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সহ সভাপতি আব্দুল কাদির, মোঃ সারওয়ার চৌধুরী, মোঃ নাজিম উদ্দিন, শাহনেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, তোফায়েল আহমদ রাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস আলম, তথ্য ও গবেষনা সম্পাদক সালাউদ্দিন বাবু, শিক্ষা, পাঠাগার মিলনায়তন বিষয়ক সম্পাদক মাসুম আহমদ, জেলা সদস্য শাহিন আহমদ সাবুল, ছাদউজ্জামান, রিংকু চক্রবর্তী। সোলেমান আহমদ, রাসেল আহমদ, যুব কমান্ড সিলেট জেলার সদস্য মোঃ সাদিকুর রহমান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা ১৫ আগস্টে শাহাদাৎ বরণ করেছে সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সন্তান কমান্ড সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D