জাতীয় শোক দিবস পালনের লক্ষে কানাইঘাট আ’লীগের প্রস্তুতি সভা

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

জাতীয় শোক দিবস পালনের লক্ষে কানাইঘাট আ’লীগের প্রস্তুতি সভা

জাতীয় শোক দিবস পালনের লক্ষে কানাইঘাট আ’লীগের প্রস্তুতি সভা

 

কানাইঘাট প্রতিনিধি :

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বিকেল ৩টায় কানাইঘাট উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য মস্তাক আহমদ পলাশ।

 

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি উপাধ্যক্ষ লোকমান হোসাইন, সহ সভাপতি জামাল উদ্দিন, ফারুক আহমদ চৌধুরী, মাসুক আহমদ, ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, শাহাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি কে.এইচ.এম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন, শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওয়ান আহমদ, সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম, পৌর ছাত্রলীগের সভাপতি হারিছ উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

প্রস্তুতি সভায় যথাযোগ্য মর্যাদায় এবং শোকাবহ পরিবেশে ১৫ই আগস্টের দলীয় সকল কর্মসূচী পালনের লক্ষে ব্যাপক আলোচনা করা হয়। এছাড়াও ২১শে আগস্টের ন্যাক্কারজনক গ্রেণেড হামলার বিচারের দাবীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভা পালনের সিদ্ধান্ত নেয়া হয়। তাছাড়া দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার জন্য তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা সভায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল