৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মে ৭, ২০১৬
ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। কিন্তু বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের সামনে তিনি বড্ড অসহায়। তার জন্য রীতিমতো ‘যম’ হয়ে উঠেছেন মুস্তাফিজ। বাংলাদেশি এ পেসারের মুখোমুখি হওয়া মানেই ‘জাদেজা আউট’। শুক্রবার ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) এর প্রমাণ পাওয়া গেল আরেকবার। মুস্তাফিজের বলে ফের আউট হলেন তিনি। ‘কাটার মাস্টার’ খ্যাত এ পেসারের বল উড়িয়ে মারতে গিয়ে ভুবনেশ্বরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাদেজা। করেন ১৩ বলে ১৮ রান। অভিষেকের পর ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছেন মুস্তাফিজ। ওই পাঁচবারই মুস্তাফিজের মুখোমুখি হন জাদেজা। আর ভারতীয় প্রিমিয়ার লীগে মুস্তাফিজের মুখোমুখি হলেন দুবার। এ নিয়ে তাদের মোট মুখোমুখি ৭ বার। এরমধ্যে ৬ বারই মুস্তাফিজের বলে আউট হয়েছেন জাদেজা। আর তিনবারই বোল্ড। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গুজরাট লায়ন্সের প্রথম ম্যাচেও ফিজের বলে আউট হন জাদেজা। সেবার ভারতের এ ব্যাটসম্যানকে বোকা বানিয়ে বোল্ড করেন মুস্তাফিজ। ফিজের বিপক্ষে জাদেজার খাবি খাওয়ার দৃশ্য দেখা যাবে ব্যাটিং পরিসংখ্যান দেখলে। এ পর্যন্ত মুস্তাফিজের ৩০ বল মোকাবিলা করেছেন তিনি। এতে রান করেছেন মাত্র ১৬। আউট হয়েছেন ৬ বার। শুক্রবার দারুণ উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। তিনি ১৭ রানে নেন ২ উইকেট। আইপিএলে এখন তার উইকেট ১০। চলতি আসরে কোনো ম্যাচে তিন উইকেট না নিয়েও মোট ১০ উইকেট নেয়া একমাত্র খেলোয়াড় তিনি। মুস্তাফিজ-ভুবনেশ্বর কুমারদের বোলিং নৈপুণ্যে এদিন গুজরাট ৬ উইকেটে ১২৬ রান তুলে। জবাবে ৬ বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয় হায়দরাবাদ। গুজরাট এ নিয়ে সর্বশেষ তিন ম্যাচ হারলো। অথচ প্রথম সাত ম্যাচে তাদের হার ছিল মাত্র একটি। তবে এখনও তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে টিকে আছে। অন্যদিকে ৮ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D