৪ঠা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬
২৯ আগস্ট ২০১৬, সোমবার: সিলেটের জাফলংয়ে কথিত আদিবাসী ও স্থানীয় এমপির আশীর্বাদপুষ্ট আওয়ামী নেত্রী নেরুলা থেনসন-এর বাড়ি জঙ্গীদের আস্তানা। অভিযান করতে গিয়ে পাল্টা হামলায় আহত হয়েছে পুলিশ। একঘন্টা গুলি বিনিময়ের পর এ জঙ্গী আস্তানা থেকে একজনকে আটক ও কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সোমবার (১৯আগস্ট) ভোররাত ৩টায় এ অভিযান চালায় সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, সিলেটের গোয়াইনঘাট সীমান্তবর্তী জাফলংয়ের আদিবাসী আওয়ামী নেত্রী নেরুলা থ্যানসনের বাড়িতে উপজাতি জঙ্গীরা অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টায় অভিযান চালায় পুলিশ। এ সময় জঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে অনবরত গুলি ছুড়তে থাকলে পুলিশও পাল্টা ১৮ রাউন্ড গুলি ছুড়ে। প্র্য়া একঘন্টা গুলি বিনিময়ের পর জঙ্গীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ স্ট্যালিন তারিয়ান নামের এক উপজাতি জঙ্গীকে আটক করতে সক্ষম হয়। তবে তার সঙ্গী আরে ৪/৫জঙ্গী পালিয়ে যায়। অভিযানকালে জঙ্গীদের গুলিতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেনসহ ৮পুলিশ আহত হয়েছেন। আটক উপজাতি যুবক স্ট্যালিন তারিয়ানের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউজায় বলে জানা গেছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. দেরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানকালে নেরুলা থ্যাসনের বাড়ি থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ২টি পিস্তল,১টি কাটা রাইফেল,১টি পাইপগান,১৫ রাউন্ড গুলি ও কয়েকটি রাম দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হযেছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D