জামানের গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে আবু ছালেহ শামীমের বিবৃতি

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৭

জামানের গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে আবু ছালেহ শামীমের বিবৃতি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট শামসুজ্জামান জামানের উপর গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ছালেহ শামীম।
বিবৃতিতে আবু ছালেহ শামীম বলেন, বর্তমান বিনাভোটে আওয়ামী সরকার দেশের একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে সেইসব মামলার গ্রেফতারী পরোয়ানা জারী করছে, তারই ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলার আহ্বায়ক এডভোকেট শামসুজ্জামান জামানের উপর মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক মামলার গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। তিনি অনতিবিলম্বে জননেতা তারেক রহমান ও এডভোকেট শামসুজ্জামান জামান সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান। পাশাপাশি এম ইলিয়াস ও গুমকৃত সকল নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল