৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে স্ত্রী সন্তানসহ এক পরিবারের ৪ জন ইসলাম গ্রহণ করেছেন। জেলার জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়নের রহিমপুর গুচ্ছগ্রামের অধিবাসী তারা। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল উদ্দিনের আদালতে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে একই পরিবারের ৪ জন সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পরে ২৪ জানুয়ারি শুক্রবার জুমআর নামাজের পর ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ জামে মসজিদে খতিব মাওলানা আবু ফজল দ্বোহা স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে তাদের কালেমা পড়ান।
জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়নের রহিমপুর গুচ্ছগ্রামে ইসলাম গ্রহণ করা ৪ ব্যক্তি হলেন- আব্দুল্লাহ (৩০), তিনি তার আগের নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন আব্দুল্লাহ। স্ত্রী শ্রীমতি বালা দাসের (২৫) নতুন নাম মোছা. রহিমা জান্নাত হামিদা, বড় মেয়ে নন্দিনীর (৬) নতুন নাম আয়েশা জান্নাত আক্তার এবং ছোট ছেলে মনি অনুরাগের নতুন নাম মো. রায়হান আহমদ রাহি।
ছোটবেলা থেকেই ইসলাম গ্রহণের প্রতি আগ্রহ ছিল আব্দুল্লাহর। বিয়ের পর স্ত্রীকে তার আগ্রহের কথা জানালে সেও ইসলাম গ্রহণ করতে রাজি হয়। দীর্ঘ সময় ইসলাম ও মুসলমানদের রীতি-নীতি দেখে শুনে এবং বুঝে তারা আল্লাহ ও তার রাসুলের উপর বিশ্বাস স্থাপন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানান আব্দুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D