জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ বুধবারের কার্যতালিকায়

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ বুধবারের কার্যতালিকায়

Mir-Kashem-Ali-1-696x426মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বুধবারের কার্যতালিকায় এসেছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের বুধবারের কার্যতালিকার ৫ নম্বরে রয়েছে মীর কাসেম আলীর রিভিউ আবেদনটি।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেন।

ট্রাইব্যুনালের দেওয়া সেই রায়ের বিরুদ্ধে মীর কাসেম আলী আপিল করলে ২০১৬ সালের ৮ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন।

গত ১৯ জুন আপিল বিভাগের বহাল রাখা মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন (রিভিউ) করেন মীর কাসেম আলী।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল