জামায়াত নেতা লোকমানকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

জামায়াত নেতা লোকমানকে কারাগারে প্রেরণ

lukmanসিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন এডভোকেট দেলওয়ার হোসেন শামীম।

আদালত সূত্রে জানা যায়- মাওলানা লোকমানের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় গাড়ি পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। সোমবার এই মামলায় হাজির হয়ে মাওলানা লোকমান জামিন আবেদন করেন।

আদালতের বিচারক আকবর হোসেন মৃধা তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল