সিলেট ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক::
চলমান করোনা মহামারীর মধ্যে সিলেট জেলায় হিজড়া ও যৌন সংখ্যালঘু জনগোষ্ঠীর ১৫০ জন সদস্যেক দ্বিতীয় ধাপে খাদ্য সহায়তা প্রদান করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি-বন্ধু। জার্মান ডক্টরস নামের দাতা সংস্থার আর্থিক সহায়তায়, আসিডিডিআর,বি সার্বিক ব্যবস্থাপনায় আজ বুধবার সকাল থেকে সিলেটে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয় যা ১৩ ও ১৪ জানুয়ারি দুইদিন ব্যাপি চলবে। খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বি, এর মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার মোঃ হাফিজুল ইসলাম, ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সিলেট, ডিআইসি ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে এডভোকেট স্বপন কুমার দেব, আইনজীবী সিলেট জজ কোর্ট। বিতরণে খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেকে ১২ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবন ও ২ কেজি পিঁয়াজ প্রদান করা হয়। সাথে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসাবে ১ টি হ্যান্ডস্যানিটাইজার ও ৩ টি কাপড়ের মাস্ক প্রদান করা হয়। হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আমাদের সমাজে বরাবরই অবহেলিত ও বঞ্চিত। এই চলমান করোনা মহামারীতে তাদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছে এবং প্রচলিত পেশাও চালাতে পারছে না। এ পরিস্থিতিতে দিন শেষে তাদের খাবার সংস্থান করাই কঠিন হয়ে পড়েছে। বন্ধু এবং আসিডিডিআর,বি ভবিষ্যতে এই কার্যক্রম অব্যহত রাখার চেষ্টা করবে। সিলেট বিভাগের প্রতিটি জেলা ছাড়াও দেশের আরও তিনটি বিভাগ ঢাকা, চট্টগ্রাম, ময়মুনসিংহ এ ২৬৪০ জন সদস্যকে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। আইসিডিডিআর,বি ও বন্ধু বর্তমানে দেশের বিভিন্ন জেলায় এইচআইভি প্রতিরধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd