১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ এমপ্লয়ীজ ইউনিয়ন রেজি নং- ২৫২০ (সিবিএ) এর সভাপতি ও মহানগর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এর উপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত আব্দুর রহমানকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসাপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সিবিএ এর সহ সাধারণ সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী জানান, বুধবার সকাল ১১টায় জালালাবাদ গ্যাস অফিসের জিএম ও কর্মচারীগণের শ্রমিক অংশীদারিত্ব তহবিলের লভ্যাংশের মার্জিন সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনার সময় ডিজিএম আমিরুল ইসলাম উত্তেজিত হয়ে শ্রমিকদের মা-বাপ তোলে গালিগালাজ করেন। এসময় সিবি’র সভাপতি আব্দুর রহমানের উপর হামলা করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। হামলায় আহত মো. আব্দুর রহমানকে শ্রমিকরা উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন রয়েছে বলে জানিয়েছেন সিবিএ’র নেতৃবৃন্দ। অবিলম্বে হামলাকারী ডিজিএম আমিরুল ইসলামকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিবিএ’র নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D