সিলেট ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০
অনলাইন ডেস্ক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা প্রাঙ্গণে জালালাবাদ থানার ওপেন হাউজ ডে-২০২০ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি’র পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) মো. শাহরিয়ার আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (জালালাবাদ থানা) নির্মলেন্দু চক্রবর্তী , সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরী এবং জালালাবাদ থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সম্মুখে উপস্থাপন করেন। অনেকেই পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতে পুলিশ কমিশনার জানান, যদি কেউ চুরি, ছিনতাই, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মেলবন্ধন সৃষ্টি করার আহ্বান জানান। এজন্য তিনি সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বলেন। যদি কেউ প্রকাশ্যে তথ্য জানাতে ভয় পান, তাহলে গোপনে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।
পুলিশ কমিশনার তার বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনীর যাতে দরকার না পড়ে সেরকম সমাজ ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরিশেষে পুলিশ কমিশনার অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানান এবং প্রতি মাসের ১৫ তারিখে জালালাবাদ থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে মর্মে ঘোষণা করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd