১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬
সিলেট নগরীর জিন্দাবাজারে ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী করিম বক্স মামুন মারা গেছেন। আজ বুধবার (১৭ আগস্ট) ভোর সোয়া ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মামুনের ভাই ঈশান আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর জিন্দাবাজারে এলিগ্যান্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী মামুনকে নিজ দোকানে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে মামুনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। পরে মোটরসাইকেলে করে চলে যায় হামলাকারী দুই ব্যক্তি। মূল হামলাকারী ব্যক্তির পরনে ছিল বাদামি রঙের টি-শার্ট পরা ছিল।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালের চিকিৎসকরা জানান, তাৎক্ষণিকভাবে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। তবে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বেনু চন্দ্র বলেন, ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
এলিগেন্ট শপিং সেন্টারের মোবাইল ফোন ব্যবসায়ী করিম বক্স মামুনকে ছুরিকাহত করে হত্যার প্রতিবাদে ওই শপিং সেন্টার ব্যবসায়ীরা জিন্দাবাজার-জল্লারপাড় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মামুন হত্যার প্রতিবাদে শপিং সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে হত্যাকারীর গ্রেপ্তার দাবি করেন।
মঙ্গলবার ২টার দিকে দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে মামুনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। পরে মোটরসাইকেলে করে চলে যায় হামলাকারী দুই ব্যক্তি। মূল হামলাকারী ব্যক্তির পরনে ছিল বাদামি রঙের টি-শার্ট পরা ছিল।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ বুধবার (১৭ আগস্ট) ভোর সোয়া ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D