‘জিয়াউর রহমানের কবর সরানো হবে’

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

‘জিয়াউর রহমানের কবর সরানো হবে’

29224_akmমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমানের কবর সরানো হবে। তার মুক্তিযুদ্ধকালীন এবং যুদ্ধ-পরবর্তী বিতর্কিত ভূমিকা প্রমাণ করে তিনি স্বাধীনতা চাননি। এ ধরনের বিতর্কিত ব্যক্তির কবর পবিত্র সংসদ এলাকায় থাকতে পারে না।
শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুর বাজারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। এদিন অপর এক অনুষ্ঠানে জিয়াউর রহমান ও খন্দকার মোশতাককে বঙ্গবন্ধুর খুনি বলে অভিযোগ করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যায় যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার হলেও নেপথ্যে যারা ছিল তারা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে দেশী বা বিদেশী যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে। মন্ত্রী আরও বলেন, পঁচাত্তরের ১৫ই আগস্ট ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যায়নি, হত্যা করা যাবেও না। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল